Wellcome to National Portal
Main Comtent Skiped

উপজেলা সমবায় কার্যালয়, ভান্ডারিয়া, পিরোজপুরে আপনাকে স্বাগতম।


কী সেবা কীভাবে পাবেন

সরকারী পত্র গ্রহণ, পত্রের মর্মানুযায়ী ব্যবস্থা গ্রহণ ও জবাব প্রেরণ, সমবায়ে উদ্যোক্তা সৃষ্টির লক্ষে আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কমপক্ষে ২০ (বিশ) জন ব্যক্তি একত্রিত হয়ে প্রাথমিক সমবায় সমিতি গঠন ও নিবন্ধনের জন্য সমবায় সমিতি আইন ও বিধি মালার সাথে সংগতি রেখে উপ-আইন প্রনয়ন পূর্বক প্রকার ভেদে নির্ধারিত নিবন্ধন ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদাণ করে ট্রেজারী চালানের মূল কপি, ০৩ (তিন) কপি উপ-আইন, নিবন্ধন সংক্রান্ত অন্যান্য কাগজ পত্র সহ নির্ধারিত ফর্মে নিবন্ধনের জন্য আবেদন পত্র প্রাপ্তির পর অত্র কার্যালয়ের সহকারী পরিদর্শক কর্তৃক নিবন্ধন সংক্রান্ত সাংগঠনিক কাগজপত্র সরেজমিনে যাচাই বাছাই করে প্রতিবেদন দাখিল করবেন। সমবায় সমিতি আইন, বিধিমালা, উপ-আইন ও নিবন্ধন নীতিমালা অনুসরন করে নিবন্ধন সংক্রান্ত কাগজপত্র প্রস্ত্তত হয়ে থাকলে ক্ষেত্র মতে নিজেই নিবন্ধন দিবেন বা নিবন্ধনের সুপারিশ সহ জেলা সমবায় কার্যালয়ে প্রেরণ করবেন। জেলা সমবায় অফিসার সমিতির উপ-আইন নিবন্ধন করবেন এবং প্রথম ব্যবস্থাপনা কমিটি নিয়োগ দিবেন। নিবন্ধিত সমিতি গুলির ব্যবস্থাপনা ও আর্থিক কার্যক্রম ক্ষমতা প্রাপ্ত কর্মকর্তা/ কর্মচারী দ্বারা প্রতি বছর অডিট সম্পাদন ও পরিদর্শন করা হয়। সমবায় ব্যাংক লিঃ এর সদস্যভূক্ত প্রথমিক সমিতিতে সমবায় ব্যাংক লিঃ কর্তৃক বরাদ্ধকৃত ক্ষুদ্র ঋণ সঠিক বিতরণ, আদায় ও পরিশোধের ব্যবস্থা করা হয়। বিভিন্ন প্রকারের সভার অনুষ্ঠান সহ সার্বিক কার্যক্রম তদারকী, পরামর্শ প্রদান ও সদস্য কর্তৃক প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা করেন।